ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের আরলিংটন ন্যাশনাল সেমিট্রিতে ভারতীয় নভোচারী কল্পনা চাওলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় অজানা সৈন্যদের সমাধিতেও ‘টুম্ব অব দ্য আননোন সোলজার্স’ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট বার্তায় জানান, ত্যাগ ও শৌর্যের প্রতি সম্মান দেখাতে পুষ্পস্তবক অর্পণ করেন মোদী।
এছাড়াও মোদী স্পেস শাটল কলম্বিয়া মেমোরিয়ালে কল্পনা চাওলার স্বামী ও পরিবারের সদস্য, নাসার সিনিয়র কর্মকর্তা এবং ভারতীয়-মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও তার পিতার সাথে সাক্ষাত করেন। এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন।
মোদী সুনিতার পিতার সাথে গুজরাটি ভাষায় কথা বলেন এবং তাদেরকে ভারতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানান।
২০০৩ সালের ১ ফেব্রুয়ারি মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর ভেঙে পড়ে কলম্বিয়া। এই দুর্ঘটনায় কলম্বিয়ায় থাকা সাত নভোচারীর সবাই নিহত হন।


No comments:
Post a Comment