Social Icons

Friday, June 17, 2016

পেলে নেই বলে অলিম্পিক জেতেনি ব্রাজিল!

পাঁচটি বিশ্বকাপ, আটটি কোপা আমেরিকার শিরোপা থাকলেও অলিম্পিকের সোনা এখনও পাওয়া হয়নি। দেশটির কিংবদন্তী পেলে জানান, তিনি খেলেননি বলে অলিম্পিকে সোনা জেতেনি ব্রাজিল! তবে সেটা নিছকই মজার ছলে।
 
আগামী আগস্টে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হবে অলিম্পিকের এবারের আসর। নিজেদের মাঠে সোনার হাহাকার ঘোচাতে এবার কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া ব্রাজিল।
 
পেলে অবশ্য নেইমারদের অলিম্পিক মিশন নিয়ে আশাবাদী। তবে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরে এতদিনের না পাওয়া নিয়ে মজা করতে ছাড়েননি বৃহস্পতিবার ‘অলিম্পিক অর্ডার’ পাওয়া এই কিংবদন্তি।
 
তিনি বলেন, ‘আমার বন্ধুদের সঙ্গে এই বলে মজা করছিলাম যে, ব্রাজিল কখনও (অলিম্পিকের) পদক জেতেনি, কারণ আমি খেলিনি।’
 
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে গত বৃহস্পতিবার সংস্থাটির সর্বোচ্চ সম্মাননা দেন।
৭৫ বছর বয়সী পেলে বলেন, ‘বন্ধুদের সঙ্গে এটা নিয়ে আমি মজা করি; কারণ আমরা আসলে কখনও একটা পদক পাইনি এবং সৃষ্টিকর্তা এই সম্মান পাওয়ার সুযোগ আমাকে দিয়েছিলেন। চলুন স্বপ্ন দেখি এবং ইতিবাচক ভাবি যে, আমরা হয়ত অলিম্পিকের শিরোপা পেতে পারি এবং আরও একবার, তাদের জন্য (জিততে পারি) যারা আমার গল্পের অংশ হয়ে আছে।’

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates