করফাঁকির মামলায় আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নির্দোষ বলে জানিয়েছে আদালত। আদালতে ছয়জন স্বাক্ষী ও একজন অভিজ্ঞ স্বাক্ষ্য দেয় যে চুক্তি স্বাক্ষর করার সময় এসব বিষয়ে কিছু জানতেন না মেসি।
বুধবার মেসি ও তার বাবার কর ফাকি মামলায় বিচার শুরু হয়। আদালত আগেই জানায়, মেসির বাবা ও ভাই রদ্রিগো এ বিষয়ে জড়িত ছিলো। মেসির ল’ ফার্ম জানায়, চুক্তি নিয়ে সবসময়ই মেসির বাবা কিংবা মেসির ভাই দেখতেন। মেসি আসতেন কিন্তু কখনোই কোনো সিদ্ধান্ত দিতেন না।
তারা জানায়, মেসির বাবা চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন তবে মেসি নয়। মেসির পক্ষের আইনজীবীও জানান, করফাকিতে মেসি কোনোভাবেই জড়িত ছিলেন না। মার্কা
No comments:
Post a Comment