ব্রাজিলের রিও অলিম্পিকের মশাল হস্তান্তরের এক অনুষ্ঠান শেষ হওয়ার পর পরই অনুষ্ঠানে ব্যবহার করা একটি জাগুয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। অনুষ্ঠান শেষে জাগুয়ারটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এক সেনা সদস্যকে আক্রমণ করার মুহূর্তে এটকে গুলি করে হত্যা করা হয়।
জাগুয়ার রিও অলিম্পিকের মাস্কট। মাস্কট হওয়ার কারণেই জাগুয়ারটিকে শিকল বদ্ধ অবস্থায় অনুষ্ঠানস্থলে রাখা হয়েছিল।
মশাল হস্তান্তর শেষে জাগুয়ারটি ছাড়া পেয়ে যায়। এটিকে বেহুঁশ করতে ট্রাঙ্কুইলাইজারের চারটি ডার্ট ব্যবহার করার পরও একজন সেনা সদস্যের দিকে এগিয়ে যায় জাগুয়ারটি। এসময় তিনি পিস্তল থেকে গুলি করলে ঘটনাস্থলেই জাগুয়ারটির মৃত্যু হয়।
অলিম্পিকের অনুষ্ঠানে বিপন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পশু অধিকার কর্মীরা। এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির অলিম্পিক কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment