স্বামী সেক্স করতে না চাওয়ায় তাকে পিটিয়ে খুন করেন স্ত্রী। এই অপরাধে ৫৪ বছরের ওই মহিলাকে যাবজ্জীবন সাজা দিল ভারতের আমদাবাদের নগর দায়রা আদালত।
২০১৩ সালের ২ নভেম্বরের ঘটনা। গুজরাতের সর্দারনগর এলাকার নোবেল নগরে সেদিন স্বামী নরসিংহ বাঘেলার সঙ্গে বাড়িতে একাই ছিলেন বিমলা বাঘেলা।
চার্জশিটে দাবি করা হয়েছে, বিমলা তার স্বামীকে যৌনমিলনের প্রস্তাব দিলেও, তাতে সম্মত ছিলেন না নরসিংহ। এতেই প্রচন্ড রেগে প্রথমে বচসা ও পরে স্বামীর সঙ্গে হাতাহাতি শুরু হয় বিমলার।
স্বামীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে, তিনি সন্দেহ প্রকাশ করেন যে, নরসিংহ নিশ্চয়ই কোনও বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেজন্যই তার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। রাগের মাথায় একটি লাঠি তুলে নিয়ে স্বামীকে বেধড়ক পেটাতে শুরু করেন বিমলা। মাথায় ও শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নরসিংহের।
স্বামীকে খুন করার পর বাড়িতে তালা দিয়ে সর্দারনগর পুলিশ স্টেশনে দিয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ দায়ের করেন বিমলা।
প্রথমে তিনি কৃতকর্মের কথা স্বীকার না করলেও, পরে পুলিশি তদন্তে প্রকৃত সত্য সামনে আসে। এরপরই বিমলাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
সেই মামলায় বিমলাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আমদাবাদ নগর দায়রা আদালতের অ্যাডিশনাল সেশন জাজ ইউএম ভাট।
Tuesday, June 14, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment