১৯১৬ সালে ‘ক্যাম্পেনাতো সুদামেরিক্যানো ডি ফুটবল’ টুর্নামেন্টের আয়োজন করেছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের এ আসরটির শতবর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারই প্রথম মহাদেশটির বাইরে যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে কোপা আমেরিকা। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্র-কলম্বিয়া ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষপূর্তির স্মারক এ আসর। গত একশ বছরে হাজারো গোল দেখেছে ফুটবল টুর্নামেন্টটি। দেখেছে জয়ের উল্লাস, পরাজয়ের কান্না। আর শত শত রেকর্ড। তবে দু:খের বিষয় হলো ফুটবল তারকা পেলে থেকে শুরু করে ম্যারাডোনাসহ ২০ ফুটবল লিজেন্ডের সৌভাগ্য হয়নি কোপা আমেরিকার শিরাপা জেতার।
তাদের মধ্যে রয়েছেন-
১. পেলে (ব্রাজিল)২. দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
৩. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
৪. এলাস ফিগুয়েরোয়া (চিলি)
৫. গারিঞ্চা (ব্রাজিল)
৬. জিকো (ব্রাজিল)
৭. সক্রেটিস (ব্রাজিল)
৮. ফ্যালকাও (ব্রাজিল)
৯. কার্লোস ভালদেরামা (কলম্বিয়া)
১০. ফ্রেডি রিনকন (কলম্বিয়া)
১১. আলভারো রেকোবা (উরুগুয়ে)
১২. হুয়ান রোমান রিকলমে (আর্জেন্টিনা)
১৩. জোসে লুইস চিলাভার্ট (প্যারাগুয়ে)
১৪. কার্লোস গামারা (প্যারাগুয়ে)
১৫. জাভিয়ের জানেত্তি (আর্জেন্টিনা)
১৬. মারিও কেম্পেস (আর্জেন্টিনা)
১৭. রবার্তো পালসিওস (পেরু)
১৮. নোলবার্তো সোলানো (পেরু)
১৯. আতিলো গার্সিয়া (উরুগুয়ে)
২০. মার্কো আন্তনিও এচেভেরি (বলিভিয়া)


No comments:
Post a Comment