Thursday, June 16, 2016
মসজিদে নজরদারির দাবিতে অটল ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রচেষ্টা হিসেবে আবারও মসজিদে নজরদারি এবং মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। গত রোববার অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপরই তিনি এ ধরনের বক্তব্য রেখেছিলেন। তার এইসব বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার পরও তিনি তা থেকে সরে আসেননি। রোববারের ওই হামলায় ৪৯ জন নিহত এবং আরো ৫৩ জন আহত হয়েছিল। আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন ওই হামলা চালিয়েছিলেন। হামলার পরপরই সোমবার যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশাধিকার নিষিদ্ধ ও মসজিদে নজরদারির দাবি জানিয়ে তীব্র রোষের মুখে পরেন ট্রাম্প। কিন্তু এরপরও বুধবার তিনি ওই দাবিটি পুনরাবৃত্তি করেছেন। আটলান্টায় এক র্যালিতে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, ‘আমাদের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় তল্লাশি চালাতে হবে। কেননা এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের গোটা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে।’ এর আগে গত নভেম্বরেও তিনি যুক্তরাষ্ট্রের মসজিগুলোকে নজরদারির আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। তবে ট্রাম্পের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমনকি তার নিজের দল রিপাবলিকান নেতারাও ট্রাম্পের এসব উগ্র মন্তব্যের নিন্দা জানিয়েছেন। পার্লামেন্ট স্পিকার পল রায়ান মঙ্গলবার বলেছেন, মুসলিম ধর্মাবলম্বীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করায় কোনো ফায়দা নেই। রিপাবলিকান সিনেটর এবং ট্রাম্পের একসময়ের প্রতিদ্বন্দ্বী লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্পের এ জাতীয় বক্তব্যে তিনি বিচলিত। ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘মুসলিম সম্প্রদায় যুক্তরাষ্ট্রেরই একটা অংশ এবং তাদেরর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো বিরাট ভূমিকা রেখে চলেছে।’ ভার্জিনিয়ার সেনা পরিবারগুলোর সামনে বক্তব্য রাখার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন,‘ডোনাল্ড ট্রাম্পের এ জাতীয় বেপরোয়া চিন্তাধারা অরল্যান্ডোর একটি জীবনও রক্ষা করতে পারেনি।’
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment