Social Icons

Wednesday, October 5, 2016

যে যে সময়ে স্বামী স্ত্রী মিলন ইসলামে হারাম।মুসলমানদের জানা আবশ্যক।

 সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে, স্বামী উপরে থাকবে
আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষতি হয়।
সর্বপরি এদিকেই অত্যন্ত সুক্ষভাবে ইঙ্গিতকরা
♥ ১। রাত্রি দ্বি-প্রহরের আগে সহবাস করবে না।
♥ ২। ফলবান গাছের নিচে স্ত্রী সহবাস করবে না।
♥ ৩। সহবাসের প্রথমে দোয়াপড়বেন। স্ত্রী সহবাসের দোয়া।তারপর স্ত্রীকে আলিঙ্গন করবেন।
স্ত্রী যদি ইচ্ছা হয় তখন তাকে ভালো বাসা দিবে এবং আদর সোহাগ দিবে। চুম্বন দিবে। তখন উভয়ের মনের পূর্ণ আশা হবে সহবাস।
তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন।
♥ ৪। স্ত্রী সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পর্শন ও সহবাসের সুফলের প্রতি মনো নিবেশ করা ছাড়া অন্য কোনো
সুন্দরি স্ত্রী লোকের বা অন্য সুন্দরী বালিকার রুপের কল্পনা করিবে না। তাহার সাহিত মিলন সুখের চিন্তা করবেন না। স্ত্রীর ও তাই
করা উচিৎ।
♥ ৫। রবিবারে সহবাস করবেন না।
♥ ৬। স্ত্রীর হায়েজ-নেফাসের সময় উভয়ের অসুখের সময় সহবাস করবেননা।
♥ ৭। বুধবারের রাত্রে স্ত্রীর সহবাস করবেন না।
♥ ৮। চন্দ্র মাসের প্রথম এবং পনের তারিখ রাতে স্ত্রী সহবাস
করবেননা।
♥ ৯। স্ত্রীর জরায়ু দিকে চেয়ে সহবাস করবেন না। ইহাতে চোখেজ্যোতি নষ্ট হয়ে যায়।
♥ ১০। বিদেশ যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস করবেন না।
♥ ১১। সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা বলবেন না।
♥ ১২। নাপাক শরীরে স্ত্রী সহবাসকবেন না।
♥ ১৩। উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় স্ত্রী সহবাস করবেন না।
♥ ১৪। জোহরের নামাজের পরে
স্ত্রী সহবাস করবেন না।
♥ ১৫। ভরা পেটে স্ত্রী সহবাস করবেন না।
♥ ১৬। উল্টাভাবে স্ত্রী সহবাস করবেন না।
♥ ১৭। স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করবেন না।
♥ ১৮। পূর্ব-পশ্চিম দিকে শুয়ে স্ত্রী সহবাস করবেন না।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates