ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ এবং উত্তরখন্ডে বিপুল জয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এরমধ্যে উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপির জয় বেশ বড়। এখানে ৪০৩ আসনের বিধানসভায় ৩২৫টি আসন পেয়েছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির জোট পেয়েছে ৫৪টি আসন। এছাড়া বহুজন সমাজ পার্টি (বিএসপি) পেয়েছে ১৯ ও অন্যরা ৫টি আসন।
উত্তরখন্ডে ৭০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৬টি আসন। আর কংগ্রেস পেয়েছে ১১টি ও অন্যরা ২টি আসন। পাঞ্জাবে ১১৭টি আসনের মধ্যে ৭৭টি আসন পেয়ে এগিয়ে আছে কংগ্রেস। এছাড়া শিরোমনি আকালি দল পেয়েছে ১৮ আসন এবং আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন।
গোয়াতে ৪০টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১৭টি, বিজেপি ১৩টি ও অন্যারা ১০ আসন। মনিপুরে ৬০ আসনের মধ্যে কংগ্রেস ২৮টি, বিজেপি ২১টি, টিএমসি ১টি ও অন্যারা ১০ আসনে জয়ী হয়েছে।
No comments:
Post a Comment