ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্যাসিনোতে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে ম্যানিলা পুলিশের দাবি ঘটনাটি জঙ্গিবাদ সংশ্লিষ্ট নয়।
শুক্রবার ম্যানিলায় ওয়ার্ল্ড ম্যানিলা রিসোর্টে এক বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল থেকে গুলি করে ও জুয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। বেশিরভাগই আগুনের ধোয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাকের বিবৃতিতে বলা হয়, আইএসের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে। তবে আইএসের বিবৃতিতে কথিত যোদ্ধার কোনো ছবি প্রকাশ করা হয়নি।
আইএসের দাবি প্রত্যাখ্যান করে ফিলিপাইনের পুলিশ প্রধান বলেন, তারা যা ইচ্ছা দাবি করতে হবে। তারা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে বিভিন্ন হামলার দাবি করার জন্য কুখ্যাত। এই হামলাটি যে সন্ত্রাসী ঘটনা তার কোনো সত্যতা নেই।
ফিলিপাইনের পুলিশ এর আগে দেয়া বিবৃতিতেও বলেছিল ক্যাসিনোয় হামলা জঙ্গিবাদ সংশ্লিষ্ট নয়। ফিলিপাইনের সেনাবাহিনী আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে মিন্দানাও অঞ্চলে লড়াই করছে। গত এক সপ্তাহ ধরে মারাওয়ি শহরের দখল নেয়ার জন্য দুই পক্ষ লড়ছে। সিএনএন।
No comments:
Post a Comment