জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)-কে গোপন এবং স্পর্শকাতর দলিলপত্র পাচারের চেষ্টার দায়ে মার্কিন সেনাবাহিনীর এক সার্জেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যে থেকে সার্জেন্ট ইকাইকা এরিখ কাংকে গ্রেপ্তার করা হয়।
৩৪ বছর বয়সী সার্জেন্ট ইকাইকা এরিখ কাংক এর আগে আফগানিস্তান এবং ইরাকে মোতায়েন ছিলেন। এক বছর গোপন অনুসন্ধান চালিয়ে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই শনিবার রাতে তাকে হাওয়াইয়ের হনলুলু দ্বীপ থেকে তাকে আটক করে। এ সেনার হাতাহাতি যুদ্ধের ব্যাপক প্রশিক্ষণ রয়েছে তার। মার্কিন সেনাবাহিনীর ২৫তম কমব্যাট অ্যাভিয়েশন ব্রিগেডে সক্রিয় চাকরিতে নিয়োজিত ছিলেন তিনি।
ড্রোনসহ যুদ্ধের প্রশিক্ষণ বিষয়ক নির্দেশিকা সন্ত্রাসীদের কাছে হস্তান্তরের চেষ্টা করেছিল। এছাড়া, বস্তুগত অন্যান্য সহযোগিতাও সন্ত্রাসীদের দেয়ার চেষ্টা করেছিল এ সেনা। সন্ত্রাসীদেরকে এক হাজার একশ’ ডলার দেয়ার চেষ্টা করেছিল বলেও একটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এফবিআইয়ের কয়েকজন সাদা পোশাকের এজেন্টসহ ‘গোপন তৎপরতায় নিয়োজিত কয়েকজন ব্যক্তি’ আইএস সদস্যের ছদ্মবেশে কাজ করেছে। এসব ব্যক্তিকে এফবিআই নিয়োগ করেছিল।
No comments:
Post a Comment