সবকিছুরই একটা সময় থাকে। সাফল্যও বলে কয়ে আসে না। ঠিক তেমনই সাফল্যও জীবনের নির্দিষ্ট স্ময়ে আসে। সেই সময় নির্ভর করছে আপনার জন্ম তারিখের উপর। নিজের জন্ম তারিখকে যোগ করে যে ফলাফল আসবে সেটাই বলে দেবে আপনার জীবনে সাফল্য কবে আসবে।
ধরুন আপনার বয়স ২ মে, ২০১৭। তাহলে যোগ করুন ২+০+৫+২+০+১+৭= ১৭ । এর যোগ ফল ১৭ কে এবার একটি সংখ্যায় পরিণত করুন। ১+৭=৮ । অর্থাৎ আপনার সংখ্যা হল ৮, এই পদ্ধতিকে বলা হয় নিউমেরলজি। নিজের সংখ্যা অনুযায়ী দেখ নিন কত বছর বয়সে সাফল্য পাবেন-
১- ২২ বছর বয়স আপনার জন্য সবচেয়ে শুভ।
২- ২৪ বছর বয়সে সফল হবেন।
৩- ৩২ বছর খুব সম্ভাবনা আছে সফল হওয়ার।
৪- দেরিতে হলেও ৩৬ ও ৪২ বছর বয়সে সফল হবেন।
৫- ৩২ বছর শুভ বয়স।
৬- ২৫ বছর বয়সে খ্যাতি সাফল্য অর্জন করবেন।
৭- অনেকটা দেরি। তবে আশাহত হবেন না। ৩৮ বছর এবং ৪৮ বছর বয়সে ব্যাপক সাফল্য পাবেন।
৮- ৩২ এবং ৪৪ বছর বয়স শুভ ।
৯- ২৮ বছর বয়সে সাফল্য অপেক্ষা করছে।
No comments:
Post a Comment