বার্সেলোনার ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে দায়িত্ব পালন করা রোনালদিনহো দুই বছর ধরে কোনো ক্লাব পাচ্ছেন না। তাই ফুটবলকে এবার গুডবাই-ই বলে দিচ্ছেন। ২০১৮ সালেই পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন তিনি।
সবশেষ ফ্লুমিনেন্সের জার্সি পড়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। এরপর আছেন অনেকটা অবসরেই। তাই আপাতত ফুটবলের বাইরে কিছু নিয়ে সময় কাটাতে চান ২০০৪ ও ২০০৫ সালের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।
রোনালদিনহো বলেছেন, ‘সময় এসে গেছে। আগামী বছর ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে যাচ্ছি আমি। ফুটবল থেকে অবসর নেওয়ার পর আমি আমার সঙ্গীতধর্মী প্রকল্প নিয়ে কাজ করব, আমার ফুটবল স্কুলও আছে। এটা আমার জন্য নতুন কিছু হবে, কিন্তু আমাকে মানিয়ে নিতে হবে।
No comments:
Post a Comment