Social Icons

Monday, December 4, 2017

যুক্তরাজ্যজুড়ে চলমান অভিযানে আতঙ্কিত অবৈধ প্রবাসী ও স্বজনেরা

সম্প্রতি অবৈধভাবে বসবাস ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার আভিযোগে দশ বাংলাদেশিকে আটক করেছে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। জানা গেছে, নভেম্বর মাসে দেশটির বিভিন্ন শহরে অভিযান চালিয়ে এসব অবৈধদের আটক করেছে ব্রিটিশ ইমিগ্রেশন দপ্তর। ১০ জনের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বিশ্লেষকরা বলছেন এই সংখ্যা আরও বাড়তে পারে।
ব্রিটিশ ইমিগ্রেশন দপ্তরে পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবশেষ টাইল হল লেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। অনেক আগেই ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ৈ পরে ওই বাংলাদেশি। বর্তমানে তাকে দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে আটক রাখা হয়েছে।
এদিকে মেইডেনহেডের একটি হাইস্ট্রিট রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আরো চার বাংলাদেশিকে আটক করেছে ইউকেবিএ। তাদের দু’জন ২৭, একজন ৩৩ ও আরেকজন ৩৭ বছর বয়সী। ওই রেস্তোরাঁর অন্য বাংলাদেশি কর্মীরও ব্রিটেনে বসবাসের আবেদন এখনও মঞ্জুর করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর আগে অবৈধভাবে কাজ করার দায়ে হাওয়েলি নামে রেস্তোরাঁ থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়। প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে ৯০ হাজার পাউন্ড জরিমানা গুনতে বলা হয়েছে।
এছাড়া, লন্ডনের ফরেস্ট গেটের একটি বুচারে অভিযান চালিয়ে গত সপ্তাহে এক বাংলাদেশিকে, মালডনের কারি নাইটস রেস্তোরাঁ থেকে পাঁচ বাংলাদেশিকে ধরেছে ইউকেবিএ।
দেশটির প্রবাসী বাংলাদেশিরা জানান, যুক্তরাজ্যজুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলমান রয়েছে। ফলে দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates