পৃথিবীর বাইরের জগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। ভিনগ্রহের প্রাণীদের নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন অনেক আগেই। কিন্তু কোনো সময়েই সঠিক কোনো সদুত্তর পাননি বিজ্ঞানীরা। কিন্তু এবার মঙ্গলে মিলল এলিয়ানের জীবাশ্ম। সম্প্রতি একটি ছবি থেকে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।
মার্স হ্যান্ড লেন্স ইমাজার (MAHIL)-র ক্যামেরায় ধরা পরল অদ্ভুত দর্শন কিছু ছবি। যা দেখে বিজ্ঞানীদের সন্দেহ সেটি এলিয়ানের জীবাশ্ম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে গবেষক ব্যারি ডিগ্রেগোরিও জানাচ্ছেন, MAHIL-র ক্যামেরার ছবিতে যে দৃশ্য ধরা পরেছে সেটি একেবারেই দেখতে অর্ডোভিসিয়ান ট্রেস ফসিলের অনুরূপ।
এদিকে, ছবিগুলোতে যে বেশ কিছু অদ্ভুত দেখতে জিনিস দেখা যাচ্ছে সেগুলো এলিয়ানের জীবাশ্ম না হলেও সেটি অন্য কোনো প্রাণেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে এ নিয়ে গবেষণা শুরু করেছেন গবেষকরা।
No comments:
Post a Comment