সিরিয়া ও ইরাকের সর্বশেষ ঘাঁটি ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে থাকা আইএস জঙ্গিরা পালাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যেই সিরিয়া ও ইরাক থেকে আইএস জঙ্গিদের শতভাগ নির্মূলের ঘোষণা দেয়ার পর আইএস সদস্য এবং তাদের পরিবারগুলো এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে। খবর বিবিসির।
মার্কিন-সমর্থিত যোদ্ধারা এখন আইএসের দখলে থাকা পূর্ব সিরিয়ার ক্ষুদ্র দুটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।
মার্কিন সেনাবাহিনী বলছে, আইএসের দখলে থাকা এলাকার পরিমাণ এখন মাত্র ২০ বর্গমাইলের কাছাকাছি।
আইএস জঙ্গিরা সম্ভাব্য মার্কিন হামলার ভয়ে অনেকে গুরুতর আহত অবস্থায় এবং অনেকে রিক্ত হাতে প্রাণ নিয়ে পালাচ্ছে।
মার্কিন সমর্থিত কুর্দিপ্রধান সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ বাহিনীর কাছে আত্মসমর্পণ করার জন্য বাঘুজ নামে একটি গ্রামে এসে পৌঁছাচ্ছে তারা।
গত দু'সপ্তাহে মরুভূমি এলাকা থেকে যারা আত্মসমর্পণ করতে আসছে তারা প্রধানত আইএস জঙ্গিদের স্ত্রী ও সন্তান।
তাদের পরিচয় যাচাই করে উত্তর সিরিয়ায় বন্দিশিবিরে পাঠিয়ে দিচ্ছে এসডিএফ। এদের মধ্যে ইউরোপীয় নারীও রয়েছে।
এর মধ্যে দু'জন হলেন- জার্মান জিহাদি মার্টিন লেমকের দুই স্ত্রী সাবিনা (৩৪) এবং লিওনোরা ( ১৯)।
তারা এসডিএফের কাছে জানান, তাদের জিহাদি স্বামী আগেই পালিয়ে গেছেন। তাই তারা আত্মসমর্পন করছেন।
No comments:
Post a Comment