Monday, February 4, 2019
ব্রাজিলের ইমিগ্রেশন আইন এর বিশাল পরিবর্তন - পার্মানেন্টসি কার্ডের পরিবর্তে রেসিডেন্সি কার্ড ।
ব্রাজিলের ইমিগ্রেশন আইন এর বিশাল পরিবর্তন আনা হয়েছে । 'নিউ মাইগ্রেশন ল' (Law 13.445 issued in May of 2017) । আনুষ্ঠানিকভাবে 'বিদেশী সংবিধান আইন' (আইন 6.815 / 1980) বাতিল করেছে ব্রাজিল সরকার। নতুন আইনটির মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশীদের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করা । পার্মানেন্ট কার্ড ( RNE) এর পরিবর্তন আনা হয়েছে । সেই সাথে যোগ হয়েছে (RNM)
। এখন থেকে রেসিডেন্ট কার্ড পাবে অভিবাসীরা । ব্রাজিলিয়ান ও বিদেশিদের সমান অধিকার দিতেই এই (Law 13.445 issued in May of 2017) আইন কার্যকর করা হয়েছে। এই আইনে রেসিডেন্ট কার্ড ব্যাবহার কারিরা ব্রাজিলিয়ান নাগরিকদের সব সুবিধা পাবেন । ২১ নভেম্বর ২০১৭ সালে এই আইন পাশ হয় ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment