Social Icons

Tuesday, March 1, 2016

৫ উইকেটে জিতল ভারত

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪২ রান করে ধোনির দল। সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি।

মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

নির্ধারিত ২০ ওভারে লংকানরা ৯ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। লংকানদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন চামারা কাপুগেদারা।

জবাবে ব্যাটিংয়ের শুরুতেই কুলাসেকারার বলে ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান (০১),  চতুর্থ ওভারে কুলাসেকারা আবার রোহিত শর্মাকে (১৫) ফিরিয়ে দেন। ১৬ রানে দুই ওপেনারকে হারানোর পর উইকেটে আসেন বিরাট কোহলি ও সুরেশ রায়না। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেছেন। ২৬ বলে ২৫ রান করে দলীয় ৭০ রানের মাথায় ধানুস সানাকার বলে কুলাসেকারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রায়না।

রায়না আউটের পর যুবরাজকে (৩০) সঙ্গে নিয়ে ৫১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন বিরাট। ৩০ বলে ৩৫ রান করে দলীয় ১২১ রানের মাথায় যুবরাজ ফিরলেও অবিচল ছিলেন ভারতের টেস্ট অধিনায়ক। ভারতের জয় তখন সময়ের ব্যাপার মাত্র। এমন পরিস্থিতে উইকেটে এসেই বিদায় নেন হার্দিক পাণ্ডে (০২)। শেষ পর্যন্ত ধোনি-বিরাট মিলে কাঙ্ক্ষিত রান করে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।

আজকের ম্যাচটিসহ টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে লংকানদের অবস্থান তৃতীয়। তিন ম্যাচ খেলে দুটি জয় আর এক পরাজয়ে বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচ খেলা পাকিস্তান আছে ঠিক আরব আমিরাতের উপর।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না শ্রীলংকার। কাগজে কলমে অবশ্য আজকের ম্যাচে ভারতই এগিয়ে ছিল। সর্বশেষ ৮ টি-২০ ম্যাচের সাতটিতেই জিতেছে ভারত। অন্যদিকে লংকানরা হেরেছে আট ম্যাচের ছয়টিতে। আজকের ম্যাচে লংকানদের একমাত্র অনুপ্রেরণা ছিল টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোর স্মৃতি। মালিঙ্গা বিহীন শ্রীলংকা বাংলাদেশের বিপক্ষে হারার পর আজকের ম্যাচেও খেলেননি লংকান অধিনায়ক।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, এমএস ধোনি, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত ভোমরা ও আশিস নেহরা।

শ্রীলঙ্কার একাদশ: দিনেশ চান্ডিমাল, তিরকারত্নে দিলশান, শেহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মিলিন্ডা সিরিবর্ধেনে, ধানুশ সানাকা, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও দুশমন্তে চামিরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates