ভারতের তেলেঙ্গানা ও ছত্রিশগড় রাজ্যের সীমান্ত এলাকায় বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এদের মধ্যে মাওবাদী স্থানীয় এক কমান্ডার ও পাঁচ নারী রয়েছে। মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
স্থানীয় কর্মকর্তারা জানান, তেলেঙ্গানা ও ছত্রিশগড়ের খাম্মাম সীমান্তে জঙ্গলে মাওবাদী নেতা হারি কিশান আত্মগোপনে রয়েছেন এমন সংবাদের পর যৌথ অভিযান শুরু করে পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে ওই ৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়। তেলেঙ্গানা পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে এ কে-৪৭, থ্রি নট থ্রি রাইফেলসহ আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। |
Tuesday, March 1, 2016
ভারতে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment