এশিয়া কাপের ফাইনালে খেলার আত্মবিশ্বাস সঙ্গী করে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব বেশি ভালো হয়নি মাশরাফি বাহিনীর। বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য সরকার, সাব্বির রহমান ও সাকিব আল হাসান। তবে দারুণ ব্যাটিং করছেন তামিম ইকবাল। পূর্ণ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। ব্যাট করছেন ৬১ রান নিয়ে। এই প্রতিবেদন লেখার সময় ১৪/৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর: ১১১/৪।
সৌম্য সাজঘরে ফিরতে পারতেন প্রথম ওভারেই। বাউন্ডারি লাইনে সহজ একটি ক্যাচ মিস করেছিলেন ভন মেকেরে। দুই রানের মাথায় জীবন পেয়ে সৌম্য লম্বা ইনিংস খেলতে পারবেন এমনটাই হয়তো আশা করেছিলেন বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু চতুর্থ ওভারে ১৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই বাঁহাতি ওপেনার। নবম ওভারে সাব্বিরও আউট হয়েছেন ১৫ রান করে। একাদশ ওভারে আউট হওয়ার আগে সাকিব করতে পেরেছেন মাত্র ৫ রান।
এশিয়া কাপ শেষ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে ধর্মশালার অপরিচিত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব বেশি সময় পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে এখনও মাঠে ফিরতে পারেননি তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসারের দল নিয়ে। আবু হায়দার রনির পরিবর্তে দলে এসেছেন আরাফাত সানি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আল-আমিন হোসেন


No comments:
Post a Comment