সীমান্তে প্যাট্রলিং বাড়ানো, আন্তরাষ্ট্রীয় অপরাধ দমন, অবৈধ প্রবেশ বন্ধ, চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের হেমতাবাদ ভানইল বিওপিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর বৈঠক শেষে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিএসএফের কিষানগঞ্জ সেক্টর কমান্ড্যান্ট হারবাক্স সিং ধীরন, বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে প্যাট্রলিং-ব্যবস্থা জোরদার, অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশের পরিবেশ, কৃষ্টি ও সংস্কৃতি স্থানীয় স্কুলশিক্ষার্থীদের সামনে তুলে ধরেন বিজিবির কর্মকর্তারা। পরে হেমতাবাদ ভানইল বিওপিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদারে এ ধরনের কর্মসূচি ভূমিকা রাখবে বলে মনে করেন কর্মকর্তারা।
No comments:
Post a Comment