Thursday, March 10, 2016
বাবা-মার অবাঞ্ছিত সন্তান কঙ্গনা
নিজের সম্পর্কে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাউত এবার মুখ খুললেন তার পরিবার নিয়ে। জানালেন, তিনি বাবা মার কাঙ্খিত সন্তান ছিলেন না। কঙ্গনা জন্মানোর আগেই তার জন্মদাতা জানতে পেরেছিলেন, তাদের কন্যা সন্তান হতে চলেছে। ঘটনাচক্রে, কঙ্গনার আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তার মা। তাই পরিবার চায়নি আবারও একটি কন্যাসন্তান আসুক তাদের জীবনে। ‘কুইন’ জানান, জন্মের মাত্র দশদিনের মাথায় নিজেদের প্রথম পুত্র সন্তান হারান তার বাবা মা। তবে, বছর ঘুরতে আবারও সন্তান আসে তাদের কোলে। কঙ্গনার দিদি রঙ্গোলিকে নিয়ে সেবার আনন্দে মেতে ওঠে গোটা পরিবার। কিন্তু রঙ্গোলির পরে আবারও একটি কন্যা সন্তানকে মেনে নিতে পারেনি পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিকটা ক্ষোভের সঙ্গেই এই অভিনেত্রী জানান, এত কথা তার জানার কথা ছিন না। কিন্তু, বাড়িতে কোনও অতিথি এলে বা কোনও পারিবারিক অনুষ্ঠানে তার বাবা মা ফলাও এই ঘটনাটি গল্পের ছলে শোনান। বারংবার এই একই গল্প শুনে তাঁর জন্মবৃত্তান্ত মুখস্থ করে ফেলেছেন বলে জানান ‘তনু ওয়েডস মনু’-র নায়িকা। এর আগে এক সংবাদ সম্মেলনে কঙ্গনা বলেন, আমি সতী-সাবিত্রী নই, হতেও চাই না। তিনি জানান, তার বাবার বয়সী এক লোকের কাছেই তিনি তার সতীত্ব হারান। আর ওই লোক নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিরই। তিনি আরও বলেন, ভারতীয়রা এমনিতেই একটু বেশি সহানুভূতিশীল এবং সব সময়ই অনুনয়-বিনয়ের ওপর নির্ভরশীল। তাদের আরও বেশি দৃপ্ত, বলিষ্ঠ হয়ে উঠতে হবে ভভিষ্যতে। এতে তারা তাদের জীবনকে আরও ভাল ভাবে উপভোগ করতে পারবে।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment