Social Icons

Tuesday, March 8, 2016

বর্ষবরণে যৌন নিপীড়ন ‘তেমন কোনো বিষয় না’ : নৌমন্ত্রী

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন হয়রানির ঘটনাকে ‘তেমন কোনো বিষয় না’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিতর্কিত এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের ১০ জন সংগ্রামী নারীকে সংবর্ধনা দেয় নতুন ধারা নামের একটি সংগঠন। সংগঠনের নির্বাহী পরিচালক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা জাবিন, জয়যাত্রা ফাউন্ডেশনের সিইও হেলেন জাহাঙ্গীর ও হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন। নৌমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এ দিনটিতে অনেক মানুষ রাস্তায় থাকেন। বিশাল জনগোষ্ঠীর এ দেশে ঢাকাতেই প্রায় দুই কোটি মানুষ বসবাস করেন। এর মধ্যে এমন কি ঘটনা ঘটেছে- যা একটা সংবাদ হওয়ার মতো ঘটনা। একটা টুকিটাকি ঘটনা হতেই পারে। এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না। অথচ এ ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সরকারের সমালোচনা করতে চান। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেন সরকার আইনশৃংখলা রক্ষায় ব্যর্থ। বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, উন্নত দেশে এর চেয়ে বড় ঘটনা ঘটে। এর চেয়ে মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে। বহু দেশ আছে যেখানে নারীদের ভোগের পণ্য হিসেবে মনে করা হয়। অনেক দেশ আছে যেখানে নারীদের সঠিক অধিকার দেয়া হয় না। মন্ত্রী বলেন, এ দেশের নারীরা গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সেক্টরে অবদান রাখছেন। নারী রেলগাড়ি চালাচ্ছেন। নারীরা অনেকদূর এগিয়েছে। তার আরও এগোতে চায়। নারী পিছিয়ে যাক এটা চায় কারা? যারা এই সমাজের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা অধিকারকে বিশ্বাস করে না, যারা ধর্মের নামে নারীদের গৃহবন্দি করে রাখতে চায়, তারা। শাজাহান খান বলেন, আমাদের গার্মেন্ট সেক্টরের শ্রমশক্তির ৮০ ভাগ নারী। তারা বাংলাদেশের অর্থনীতি বিপুল অবদান রাখছে। কিন্তু ২০১৩ সালে হেফাজতে ইসলামের আমীর আহমদ শফি এই নারীদেরই তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন। অভিভাবকদের বলেছেন, কোনো মেয়েকে ক্লাস ফোরের বেশি পড়ানো যাবে না। তার মানে ঘর থেকে তাদের বের হওয়া নিষেধ। আর একটি কথা বলেছিল, মেয়েদের অসুখ হলে মহিলা ডাক্তার দেখাতে হবে। এখন আমরা প্রশ্ন হল, মেয়েরা যদি শিক্ষাই না পায় তাহলে ডাক্তার হবে কোথা থেকে? এরকম অদ্ভুত ধরনের ফতোয়া এ দেশের কিছু কিছু মাওলানা দিয়ে থাকেন। গত বছর পহেলা বৈশাখে টিএসসি এলাকায় এক দল যুবকের হাতে তরুণীরা যৌন নিপীড়নের শিকার হন। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সিসি ক্যামেরায় কয়েক যুবকের ছবি ধরা পড়লেও তাদের শনাক্ত করা যায়নি উল্লেখ করে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ। সম্প্রতি একজনকে গ্রেফতারের পর মামলাটি পুনরায় শুরুর উদ্যোগ নেয়া হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates