Social Icons

Wednesday, March 16, 2016

বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দিল পাকিস্তান।

বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দিল পাকিস্তান। বুধবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের ৬২ ও আহমেদ শেহজাদের ৫২ রানের উপর ভর করে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান।
বুধবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়া হতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। ১১ ওভারেই শতক পূরণ করে পাকিস্তান। শেহজাদের ৪৪ ও হাফিজের ৪০ রানের উপর ভর করেই এই সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন আরাফাত সানি। পাকিস্তানের ওপেনার শারজিল খানকে সাজঘরে ফেরান তিনি। ১০ বল শেষে ব্যক্তিগত ১৮ রান করে আউট হয়েছেন শারজিল।
কিন্তু আরেক পাশ আগলে রেখে খেলে যান আহমেদ শেহজাদ। শেষ পর্যন্ত৮ চারে ৩৯ বলে ৫২ রান করেন  শেহজাদ। তাকে আউট করেন শেহজাদকে আউট করেন বাংলাদেশি অলরাউন্ডার সাব্বির রহমান। কিন্তু এরপরও  ব্যাটিং নৈপুন্য অব্যাহত রাখেন মোহাম্মদ হাফিজ। আরাফাত সানির বলে বাউন্ডারিতে দারুণ এক ক্যাচ ধরে মোহাম্মদ হাফিজকে আউট করেন সৌম্য সরকার। সৌম্যের হাতে তালুবন্দী হওয়ার আগে ৪২ বলে ৬২ রান করেন হাফিজ। ইনিংসের ১৭তম ওভারে আরাফাত সানিকে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গেলে বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরেন সৌম্য সরকার।

এরপর শূন্য রানেই উমর আকমলকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ইনিংসের ১৮তম ওভারে তাসকিনের বলে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন উমর আকমল। এরপর হাল ধরেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। চার-ছক্কার ফুলঝুড়িতে রানের গতি অব্যাহত রাখেন বুম বুম আফ্রিদি। এরপর অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে তার রানের চাকা থামিয়ে দেন তাসকিন আহমেদ।

শূন্য রানেই উমর আকমলকে প্যাভিলিয়নে ফেরালেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ইনিংসের ১৮তম ওভারে তাসকিনের বলে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন উমর আকমল।

শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ২০১ রানের পাহাড় সমান স্কোর তৈরি করেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। এই রান টপকে জিততে হলে বাংলাদেশকে ইতিহাস তৈরি করতে হবে। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের তাড়া করে জেতা সর্বোচ্চ স্কোর ১৬৭। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates