Tuesday, March 8, 2016
বিশ্বের সব নারীর ভক্ত ও গুণগ্রাহী যিনি
শাহরুখ খানই বলিউডের প্রথম তারকা যিনি নারীর প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটির পর থেকেই বলিউডের ‘কিং খান’খ্যাত শাহরুখ খান তার ছবির শুরুতে দেখানো ক্রেডিট লাইনে নিজের নামের আগে ছবির নায়িকার নামটি দেখানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। আর এখন পর্যন্ত খুব সচেতনভাবে তার সব ছবির ক্ষেত্রেই এই কাজটি নিশ্চিত করে আসছেন শাহরুখ। শুধু তাই নয়, এবারের নারী দিবস উপলক্ষে শাহরুখ খান সাফ জানালেন, বিশ্বের সব নারীর ভক্ত ও গুণগ্রাহী তিনি। নারী বৈষম্য হটাতে আর লিঙ্গ সমতার পক্ষে বলিউডের এই অভিনেতা বরাবরই সোচ্চার। শাহরুখ খানকে জানান, বিশ্বে নারীর মতো আর কোনো কিছুই সেরা নয়। আর তিনি মনেপ্রাণে চান, বিশ্বের নারীরা যেন আরও শক্তিশালী, আরও স্বাধীন হয়ে ওঠে।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment