Social Icons

Tuesday, March 8, 2016

বিশ্বের সবচেয়ে বড় ‘কবরস্থান’ হবে ফেসবুক!

রাত জেগে ফেসবুকিং করছেন। হঠাৎ এক ফেসবুক ফ্রেন্ড আপনাকে পিং করলেন। চমকে উঠলেন আপনি। কারণ তিনি বন্ধু হলেও তো আর জীবিত নেই! তাহলে? এমনটা হলে আর অবাক হবেন না। কারণ একটি গবেষণা বলছে, জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল কবরস্থানে পরিণত হবে। যেসব ফেসবুক ব্যবহারকারীরা ইতিমধ্যেই মারা গিয়েছেন, তাঁদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু রয়ে গিয়েছে। এভাবেই বছরের পর বছর ফেসবুক ব্যবহারকারীরা কালের নিয়মে ইহজগৎ ত্যাগ করলেও থেকে যাবে অ্যাকাউন্টগুলো। গবেষণার দাবি, ২০৯৮ সালে জীবিতদের থেকে মৃত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি হয়ে যাবে। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ এক সংবাদ মাধ্যমকে জানান, বর্তমানে সারা বিশ্বের দেড় বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করেন। ২০৯৮ সালে যা পুরোটাই কবরস্থানে পরিণত হবে। কারণ মৃতদের অ্যাকাউন্ট ফেসবুক অটো-ডিলিট করে না। বরং মৃতদের স্মৃতি হিসেবে সেগুলো রেখে দেয়া হয়। আর এইভাবেই জীবিত মানুষের থেকে মৃতের অ্যাকাউন্ট সংখ্যা বেড়ে যাবে। একটি ডিজিটাল কোম্পানির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরই প্রায় নয় লাখ ৭০ হাজার ফেসবুক ব্যবহারকারী মারা যাবেন। ২০১০-এ যে সংখ্যাটি ছিল তিন লাখ ৮৫ হাজার ৯৬৮। ২০১২-য় তা বেড়ে হয়েছিল পাঁচ লাখ ৮০ হাজার। ফেসবুক এখনও পর্যন্ত মৃতদের জন্মদিনের অ্যালার্ট পাঠায়।গবেষকদের আশা বিষয়টি নিয়ে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবে ফেসবুক। যদিও এবিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি সোশ্যাল নেটওয়ার্কটির কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates