Saturday, March 19, 2016
এক সপ্তাহ বন্ধ থাকবে ভেনেজুয়েলা, কেন?
হুগো শাভেজের মৃত্যুর পর থেকেই রাজনৈতিক অস্থিরতা চলছে ভেনেজুয়েলায়। এবার তা চরম আকার নিল। এক সপ্তাহ বন্ধ হতে চলেছে গোটা ভেনেজুয়েলা। দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় যে, সব ক্ষেত্র টানা এক সপ্তাহ বন্ধ রাখা ছাড়া উপায় নেই। ভেনেজুয়েলার অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা করতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন। বিতর্কিত ওই সিদ্ধান্ত দেশের সুপ্রিম কোর্ট মেনে নিলেও বেঁকে বসে বিরোধীরা। ভেনেজুয়েলা কংগ্রেস নিয়ন্ত্রিত হয় বিরোধীদের দ্বারাই। ফলে কংগ্রেসের তীব্র বিরোধিতায় অর্থনৈতিক জরুরি অবস্থার প্রস্তাব পত্রপাঠ খারিজ হয়ে গিয়েছে। প্রস্তাবটিতে ছিল, দেশের অর্থনীতি চাঙ্গা করতে অর্থনৈতিক জরুরি অবস্থার ডিক্রি জারি করা হোক। কিন্তু বিরোধীদের বক্তব্য, জরুরি অবস্থা জারি করলে আরও ধসে যাবে গোটা দেশ। ফেব্রুয়ারিতে অর্থনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে বিশেষ ক্ষমতা পাওয়ার পর থেকে প্রেসিডেন্ট মাদুরো দেশের মুদ্রার মূল্য কমিয়েছেন, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছেন। পেট্রোলের যেখানে আগে ভেনেজুয়েলায় সবচেয়ে সস্তা ছিল। তখনি থেকেই ক্ষিপ্ত হয়ে যায় দেশের একাংশ। বিরোধীরাও আন্দোলন শুরু করে দেয়। তীব্র আন্দোলনের জেরে গোটা দেশের বিদ্যুত্ ব্যবস্থা ভেঙে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে লাফিয়ে। এবার তাই এক সপ্তাহ ভেনেজুয়েলা বন্ধের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। সূত্র: এই সময়
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment