সৌদি আরবে তীর্থযাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকালে দুটি পবিত্র শহর মক্কা ও মদিনার সংযোগকারী একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রেড ক্রিসেন্টের মুখপাত্র খালেদ আল-সাহলি বলেন, ওই সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে। তবে দুর্ঘনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মদিনার ট্রাফিক বিভাগের প্রধান নওয়াফ আল-মোহাম্মদ সৌদি আরবের অনলাইন সংবাদমাধ্যম সাবক`কে জানান, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল। তীর্থযাত্রীরা মক্কা থেকে চারশ কিলোমিটার দূরে মদিনা শহরের দিকে যাচ্ছিলেন।
সৌদি সীমান্তের কাছে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের জর্দান শহরে সড়ক দুর্ঘটনায় ১৪ ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর এ দুর্ঘটনা ঘটলো।
Sunday, March 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment