২৪ ঘণ্টার মাঝেই থাইল্যান্ডের সর্ব দক্ষিণাঞ্চলের প্রদেশে সহিংসতায় চারজন নিহত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে নিহতদের একজন বৌদ্ধ রাবার চাষী রয়েছে। বৃহস্পতিবার তাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় পুলিশ কর্ণেল প্রাপনওয়াত খান্তিওয়ারানান্ত এএফপিকে বলেন, রাবার চাষী চাতচাই সায়িথংকে (৫৫) ইয়ালা প্রদেশের ইয়াহা এলাকায় বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়। পরে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
পুলিশের এক পৃথক বিবৃতিতে বলা হয়, এর এক ঘণ্টা পর পার্শ্ববর্তী একটি এলাকায় এক মুসলিম আর্মি রেঞ্জারকে গুলি করে হত্যা করা হয়।
ওই বিবৃতিতে আরো বলা হয়, বুধবার অপর এক রাবার চাষীসহ দুই মুসলিম বেসামরিক নাগরিক বন্দুক হামলায় নিহত হয়। এদিকে পিক-আপ ট্রাকে করে যাওয়ার সময় বন্দুকের গুলিতে অপর এক আর্মি রেঞ্জার মারাত্মকভাবে আহত হয়। তার অবস্থাও আশংকাজনক।
এ অঞ্চল কয়েক মাস ধরে তুলনামূলকভাবে শান্ত থাকার পর সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে এসব হত্যার ঘটনা ঘটলো। ২০০৪ সালের পর থেকে এ অঞ্চলে সহিংসতায় সাড়ে ৬ হাজারের বেশি লোক প্রাণ হারায়। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এএফপি
No comments:
Post a Comment