মঙ্গলবার লাদেনের নিজ হাতে লেখা উইলসহ কয়েক ডজন ডকুমেন্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিস (ওডিএসআই)। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আরবিতে লেখা এসব উইলের ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছেন।
উইলে ওসামা বিন লাদেন নিজের মালিকানায় থাকা বেশিরভাগ অর্থ-সম্পত্তই জঙ্গিবাদে সহায়তার জন্য দান করে গেছেন। কিছু অর্থ তিনি নিকটাত্মীয়দের জন্য রেখে যান বলে দেখা যাচ্ছে উইলে।
এছাড়া উইলে সুদানে বিন লাদেন কোম্পানির বিনিয়োগ থেকে ভাই আবু বকরের কাছ থেকে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার পেয়েছে বলে উল্লেখ রয়েছে। উইলে লাদেন লিখেছেন, 'আশা করি আমার ভাইবোনেরা এবং খালারা আমার ইচ্ছার মূল্য দিবেন এবং সুদানে থাকা আমার অর্থ আল্লাহর পথে জিহাদের জন্য ব্যয় করবেন।'
গত শতাব্দির নব্বইয়ের দশকে সুদানের রাজধানী খার্তুমে ৫ বছর আশ্রয়ে ছিলেন লাদেন। আরেকটি ডকুমেন্টে দেখা যায় বাবার কাছে লেখা এক চিঠিতে লাদেন আততায়ীর হাতে নিহত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। কোনো কারণে তিনি নিহত হলে প্রার্থনা করতে এবং তার জন্য দাতব্য কাজে দান করতে বলেন লাদেন।
বাবার কাছে ক্ষমা চেয়ে লাদেন ওই চিঠিতে লেখেন, 'আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি এমন কাজ করেছি যা আপনি পছন্দ করেন না।'
মধ্যপ্রাচ্যেল দ্বন্দ্ব আল কায়েদা ও তালেবানের মতো সংগঠনকে তাদের মূল লক্ষ্য আমেরিকা থেকে অন্যত্র সরিয়ে নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। সূত্র: এএফপি ও বিবিসি
No comments:
Post a Comment