চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর দ্বিতীয় লেগে রাতে পিএসজিকে আতিথ্য দেবে চেলসি। আর ম্যাচটি শুরু হবে রান পৌনে দুটায়।
এইদিকে, রাত ১১টায় লড়বে জেনিত ও বেনফিকা। স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থেকেই নামবে চেলসি। এই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাওয়া যাবেনা অধিনায়ক জন টেরিকে। অবশ্য ফিরছেন স্ট্রাইকার দিয়েগো কস্তা। ফরাসি চ্যাম্পিয়নরা পূর্ণ শক্তির দল নিয়ে আসবে ইংল্যান্ডে।
No comments:
Post a Comment