Friday, March 18, 2016
বাংলাদেশ ভালো দল নয়: ইয়ান চ্যাপেল
বাংলাদেশ ক্রিকেট দলকে অবজ্ঞা করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার মতে, বাংলাদেশ ভালো দল নয়। বিশ্বের সেরা তারকারা যখন বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং নিয়ে প্রশংসা করছেন তখন সাবেক এই অস্ট্রেলিয়র মন্তব্য টাইগার সমর্থকদের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। চ্যাপেলের এই মন্তব্য উঠে এসেছে গত বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচের পর। ওই ম্যাচে পাক অধিনায়ক শহীদ আফ্রিদির অলরাউন্ড পারফরমেন্সের কারণে বাংলাদেশকে হারিয়েছে তারা। শহীদ আফ্রিদি মাত্র ১৯ বলে ৪৯ রান করেন। বল হাতেও ২ উইকেট নিয়েছেন। চ্যাপেলের দাবি, ভালো দলের বিপক্ষে আফ্রিদি এই ফর্ম দেখাতে পারবেন না। এই কথা বলে তিনি পরোক্ষভাবে বাংলাদেশকে খারাপ দল বলেই মন্তব্য করেছেন। চ্যাপেল বলেন, শহীদ আফ্রিদির উচিত অবসর নেয়া। নতুনদের সুযোগ তৈরি করে দেয়া। সে বাংলাদেশের বিপক্ষে ভালো ব্যাটিং করেছে। তবে ভালো প্রতিপক্ষ পেলে হয়তো ওইভাবে সে জ্বলে উঠতে পারবে না। বাংলাদেশকে নিয়ে চ্যাপেলের এ ধরনের মন্তব্য কতটা যৌক্তিক তা নিয়ে ভাববার বিষয় আছে। মাশরাফি বাহিনী বিশ্বকাপের বাছাইপর্বের শীর্ষ দল হিসেবে মূলপর্বে খেলছে। ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনাল খেলেছে। তাছাড়া যে পাকিস্তানের সঙ্গে ম্যাচ নিয়ে চ্যাপেলের এই মন্তব্য সেই পাকিস্তানকেই হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। এছাড়া, গত বছর পাকিস্তানকে একদিনের ম্যাচে হোয়াইটওয়াশ করেছে। সিরিজ জিতেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গত বছর বিশ্বকাপেও বাংলাদেশের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। তাছাড়া র্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়রা উন্নতি করছে। এশিয়া কাপের পর পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা খেলোয়াড়রা বাংলাদেশের ব্যাপক প্রশংসা করে। ঠিক এসময় একটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে নিয়ে এ ধরনের মন্তব্য কতটা যৌক্তিক তাই ইয়ান চ্যাপেলেই ভালো বলতে পারবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment