মানুষকে আপন করে নেওয়ার কৌশল পৃথিবীর খুব কম মানুষই জানে। অনেকে অনেক কিছু জানলেও মানুষের সঙ্গে কথা ঠিকমত কথা বলতে পারেন না। নতুন কোন মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন। অথবা লজ্জা পাচ্ছেন। ভাবছেন কি দিয়ে শুরু করবেন অথবা কি বলে কথা চালিয়ে যাবেন। চলুন তাহলে জেনে নেই কিভাবে আপনি ৫ মিনিটের মধ্যে মানুষকে আপন করে নিতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে একই সূত্র সবার জন্য সমানভাবে কাজ নাও করতে পারে।
আসুন জেনে নেই –
১. কোন মানুষের সাথে প্রথম দেখা কিংবা পরিচিতির প্রথম ধাপই হচ্ছে কুশল বিনিময়। আর কুশল বিনিময়ের একদম শুরুতেই নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সালাম কিংবা নমস্কার। আর যদি ধর্মীয় বিশ্বাসকে এভয়েড করতে চান তাহলে গুড মর্নিং বা সময় অনুযায়ী যা বলার বলুন। তবে চেষ্টা করবেন মৃদ্যু হাসি বিনিময় করে সালাম দিতে। তবে এক্ষেত্রে একটি কথা আছে। পরিবেশ বুঝতে হবে।
২. কথা বলার সময় এবং তার কথা শুনার সময় আপনি তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনুন।
৩. মানুষকে আপন করে নেয়ার এটি একটি অন্যতম কৌশল। একদম সোজা হয়ে একটু তার দিকে ঝুঁকে বসুন। মানে মাথাটা একটু এগিয়ে দিন। তাতে ওই ব্যক্তি মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। ফলে সহজেই আপনাকে সে আপন ভেবে কথা বলবে।
৪. মানুষকে আপন করে নেয়ার আরেকটি কৌশল হচ্ছে কথা কম বলুন আর শুনুন বেশি। তবে রোবটের মতো কথা শুধু শুনেই যাবেন না। মাঝে মাঝে কথার মাঝখানে হ্যাঁ, হু, ও আচ্ছা, তাই!
৫. দেখা করতে গেলে শুধু নিজের কথাই বলে যাবেন না। তার কথাও শুনুন।তাহলেই একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে
No comments:
Post a Comment