Tuesday, March 15, 2016
তবে কি এবার চ্যাম্পিয়ন বাংলাদেশ?
টি ২০ বিশ্বকাপে ঘটন-অঘটনের শেষ নেই। রয়েছে নানা নাটকীয়তা। প্রতিটি বিশ্বকাপে একের পর এক চমক অপেক্ষা করে ক্রীড়াপ্রেমীদের জন্য। এবারের চমকটা হতে পারে একটু ভিন্ন। ২০০৯ টি ২০ বিশ্বকাপ থেকে হিসাব করলে দেখা যায়, আগেরবারের আয়োজক দেশ পরেরবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনটা হলে সুসংবাদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালে ইংল্যান্ড ছিল টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ। সেবার সফল হতে না পরলেও ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ হলেও ব্যাট-বলে জ্বলে উঠতে পারেনি। ২০১২ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১২ সালে টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল শ্রীলংকা। ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে ঘরের মাঠে সেই বিশ্বকাপ হাতছাড়া হয় তাদের। তবে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা। ২০০৯ থেকে ২০১৪ বিশ্বকাপের এমন সব ইতিহাস সুখবার্তা দিচ্ছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। সবার মনে একটাই প্রশ্ন- তাহলে কি এবারের চ্যাম্পিয়ন গত বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ? এদিকে তামিমের শতকে ওমানকে উড়িয়ে দিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে টাইগাররা। শুরু থেকেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে মাশরাফি বাহিনী। তাই এবারের টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারে বাংলাদেশ। ওয়েবসাইট।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment