হোয়াটস অ্যাপের কারণে ইতালিতে বেড়ে চলেছে বিবাহ বিচ্ছেদের হার, এমনটাই দাবি করেছেন দেশটির একজন নামকরা আইনজীবী। তাঁর মতে, এ ধরণের ৪০ শতাংশ ঘটনায় হোয়াটস অ্যাপের নাম এসেছে।
ইতালির বিবাহ বিষয়ক আইনজীবীদের সংগঠনের প্রেসিডেন্ট গিয়ান ইতোরে আরও জানান, দাম্পত্য সম্পর্কে প্রতারণার পরিমাণ বাড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আগে কেবলমাত্র টেক্সট ম্যাসেজ এবং ফেসবুক এই কাজে ব্যবহার করা হলেও এখন হোয়াটস অ্যাপও সমানভাবে ব্যবহার করা হচ্ছে।
প্রেমিক-প্রেমিকারা খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করে নানা অন্তরঙ্গ ছবি আদান-প্রদান করতে পারছে। আর মজার ব্যাপার হল, তিনটি বা চারটি সম্পর্ক টিকিয়ে রাখতে অনেকেই এখন এই অ্যাপটি ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছেন, জানান তিনি।
বর্তমানে ইতালিতে সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং সেবা হোয়াটস অ্যাপ। ২০১২ সালে করা এক জরিপে দেখা গিয়েছে, দেশটিতে ইনস্ট্যান্ট ম্যাসেজিং সেবা ব্যবহারকারীদের মধ্যে ৮৮ ভাগেরই প্রথম পছন্দ হোয়াটস অ্যাপ।
No comments:
Post a Comment