দুই পক্ষের সংঘর্ষে শিকাগোতে সমাবেশ বাতিল করতে বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সমর্থকদের সঙ্গে শুক্রবার বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষের পর নিরাপত্তার কারণে সমাবেশটি বাতিল করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ সদস্যও আহত হন। এ সময় ৫জনকে আটক করে পুলিশ। খবর সিএনএনের।
ট্রাম্পের প্রচারণাকারীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পুলিশের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর সমাবেশটি বাতিলের সিদ্ধান্ত হয়।
ট্রাম্পের আসার আগেই ইউনিভার্সিটি অব ইলিনয়েসের ভেন্যুর বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হন।
মিলনায়তনের ভেতরে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিক্ষোভকারীদের কেউ কেউ ট্রম্পের পক্ষে এবং অন্যরা ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বার্নি স্যান্ডার্সের পক্ষে স্লোগান দিতে থাকেন।
এ সময় বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ট্রাম্প সমর্থকরা।
এক পর্যায়ে সিক্রেট সার্ভিসের লোকেরা একজন বিক্ষোভকারীকে সরিয়ে নিতে বাধ্য হন।
কিন্তু এরপরও ভেন্যুর বাইরে সহিংস সংঘাত চলতেই থাকে। হেলিকপ্টার থেকে নেয়া ফুটেজে দেখা যায়, সেখানে বিশৃঙ্খলা বিরাজ করছে আর বিপুল জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
Saturday, March 12, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment