Friday, March 18, 2016
ষড়যন্ত্র থেমে নেই: প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, 'আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়তে যাচ্ছিলাম, সততা ছিল বলেই তা মোকাবিলা করতে পেরেছি।' তিনি বলেন, 'পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প নিজস্ব অর্থায়ন বাস্তবায়ন করতে পারছি ওই একটা কারণেই। বাঙালি জাতি হিসেবে এটা আমাদের গর্ব ও চ্যালেঞ্জ ছিল। তাই বলে ষড়যন্ত্র থেমে গেছে, তা কিন্তু না।' প্রধানমন্ত্রী বলেন, 'সততাই শক্তি। সততা থাকলে জোর গলায় কথা বলা যায়। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।' বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, 'খালেদা জিয়া বলেছিলেন- এই সরকারকে না হটিয়ে ঘরে ফিরবেন না। ৯২ দিন নিজের কার্যালয়ে বসে ৬৮ জন মানুষকে পোড়াল। এভাবে মানুষ পোড়ালে আল্লাহও নারাজ হন, এটা তার জানা উচিত ছিল।' শেখ হাসিনা বলেন, 'নাকে খত দিয়ে খালেদা জিয়াকে ঘরে ফিরতে হয়েছিল। তাদের চরিত্র হচ্ছে অপরাধী-খুনিদের রক্ষা করা, মদদ দেয়া এবং তাদের নিয়ে চলা। আর নিজেরাও খুন ও অপরাধমূলক কর্মকাণ্ড করা। এরা তো দেশের কল্যাণে কোনো কাজ করতে পারে না।' তিনি বলেন, 'বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মর্যাদার নিয়ে চলবে, এটাও বোধ হয় তাদের পছন্দ না। ওই পরাজিত শক্তি, পুরোনো প্রভুদের তারা ভুলতেই পারে না। এটা সবচেয়ে দুর্ভাগ্যের।' বঙ্গবন্ধু কন্যা বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তান এবং তাদের অনেক শক্তিশালী সহযোগীরাও বাংলাদেশকে দমিয়ে রাখতে পারেনি। তবে তাদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। পরাজিত পাকিস্তান ও তাদের সহযোগীদের ষড়যন্ত্রের ফল ছিল ১৫ আগস্ট। ওই দিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment