বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রসিকিউটররা বলেন, 'গ্রেফতার ১৩ জনের মধ্যে পাঁচজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং আটজন স্পেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও অন্যান্য দেশ থেকে অবৈধভাবে অর্জন করা ডলার ও ইউরো কলম্বিয়ায় পাচারের সঙ্গে জড়িত।'
তারা জানান, অর্থ পাচার, অবৈধভাবে অর্থ অর্জন এবং অপরাধমূলক ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার তাদের বিচার হবে।
কলম্বিয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জর্জ ফার্নান্ডো পার্ডোমো জানান, এ নেটওয়ার্ক মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের মেক্সিকোর সিনালোয়া মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি, স্পেনের সামরিক পুলিশ বাহিনী দি গার্ডিয়া সিভিল, মেক্সিকো ও কলম্বিয়ার পুলিশ বাহিনীসহ আন্তর্জাতিক যৌথ তদন্ত কাঠামোর আওতায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।
গত বছর শুরু হওয়া এ তদন্ত কাঠামোর আওতায় এনিয়ে একই অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করা হলো।
কলম্বিয়ার ডেপুটি প্রসিকিউটর জানান, সর্বশেষ গ্রেফতার হওয়া চক্রটি ৫৪ লাখ মার্কিন ডলার ও ১২ লাখ ইউরো পাচার করে।
No comments:
Post a Comment