মঙ্গলবার দুপুরে ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী গ্রামে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা দুইজনই চাইল্যাতলী সরকারি প্রাইমারী বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে বিদ্যালয় থেকে টিফিন ছুটিতে তারা বাড়ি চলে যায়। পরে তাদের গলায় ফাঁস লাগানো মরদেহ গাছের সাধে ঝুলতে দেখা যায়।
ভাসাইন্যাদম ইউনিয়নের চেয়ারম্যান জহির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই ছাত্রী পাশাপাশি বাড়িতে থাকতো। দুজনের পরিবার জানিয়েছে, তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম জানান, দুই ছাত্রী বিদ্যালয়ের থাকার সময় শান্ত ও হাসিখুশি ছিল। তাদের সাথে কারোর কোনো বিরোধ ছিল না।
লংগদু থানার এস আই মো. জাফর মুঠো ফোনে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। দুর্গম এলাকা হওয়াতে বিস্তারিত জানাতে দেরি হবে।


No comments:
Post a Comment