Wednesday, March 2, 2016
'ধর্ষকের সম্পত্তির অংশ পাবে শিশু'
ফেনীতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও পরে নবজাতক লুকিয়ে ফেলার চেষ্টার অভিযোগে আদালত ধর্ষক তৌহিদুল আলম সোহেলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছে। একইসাথে শিশুটি ধর্ষকের অংশ পাবে বলেও রায়ে উল্লেখ করা হয়। ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফা সুলতানা বুধবার দুপুরে এ রায় দেন। আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌসূলী হাফেজ আহাম্মদ জানান, ২০০৭ সালের ৪ জানুয়ারি ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের তৌহিদুল আলম সোহেল একই এলাকার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করলে সে অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে সন্তান জন্ম হবার পর তৌহিদ শিশুটিকে লুকিয়ে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। তাকে বিয়ে করতেও অস্বীকার করে সে। এ ঘটনায় ওই ছাত্রী বাদি হয়ে দুইদিন পর তৌহিদ, তার ভাই সাহেদুল ইসলাম, রুবেল ইসলাম, বোন মর্জিনা খাতুনকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। পুলিশ ওই বছরের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্যশেষে বুধবার রায় দেন বিচারক। আসামি পলাতক রয়েছে। তার গ্রেপ্তারের দিন থেকে রায় কার্যকর হবে। শিশুটির বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত তাবে ভরণ-পোষণ দেবারও নির্দেশ দেন বিচারক। একইসাথে শিশুকে তৌহিদের সম্পত্তির অংশ দেবার ব্যাপারেও নির্দেশ দেয়া হয়। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আকরামুজ্জামান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment