ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, দুই জঙ্গি সংগঠনের নাশকতার মুখে নগরবাসীর নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা করা হচ্ছে।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জঙ্গি প্রতিরোধে গঠিত ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের এসব তথ্য অপব্যবহারের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, নগরবাসীর সামগ্রিক নিরাপত্তার জন্যই আমরা এই কাজ করছি। জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম- মূলত এই দু’টি জঙ্গি সংগঠনের কার্যকলাপে বাধ্য হয়ে নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবতে হচ্ছে।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ১৫ মার্চের মধ্যে সকল নগরবাসীর তথ্য সংগ্রহ করার। যদি এ সময়ের মধ্যে করতে না পারি তাহলে কিছু সময় বাড়ানো হবে। তবে এই মাসের মধ্যে শেষ হবে।
ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানায় বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের একাধিক ঘটনার পর গত বছরের নভেম্বর থেকে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে পুলিশ।
No comments:
Post a Comment