Social Icons

Wednesday, March 9, 2016

মিসিসিপিতে ট্রাম্প ও হিলারি জয়ী

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন মিসিসিপির প্রাইমারিতে তাদের নিজ নিজ দল থেকে জয়লাভ করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার ইউএস নেটওয়ার্ক একথা জানায়।

মিসিসিপিতে দ্বিতীয় অবস্থানে জন কাসিচ ও এর পরের অবস্থানে টেক্সাস সিনেটর টেড ক্রুজ রয়েছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যের ফলাফল জানার পর ধনকুবের ট্রাম্প টুইটারে এক বার্তায় মিসিসিপির জনগণকে ধন্যবাদ জানান।

এদিকে, মিসিসিপি রাজ্যে ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের বিপক্ষে হিলারি ক্লিনটন জয় পেয়েছেন। আর এ জয়ের মধ্যদিয়ে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তার জয়ের ধারা অব্যাহত রেখেছেন।

অন্যদিকে, মিশিগানে ডেমোক্রেট দলের প্রাইমারিতে বার্নি স্যান্ডার্স জয়লাভ করেছেন। মিশিগানে এ ধরনের ফলে হিলারি হতাশ হয়েছেন। কারণ তিনি যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় এ রাজ্যে জয় আশা করেছিলেন।

আগামী ১৫ মার্চ ওহিও, ফ্লোরিডা, ইলিনয়, মিসৌরি এবং নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী নির্বাচনের ভোট হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates