Social Icons

Tuesday, March 15, 2016

রিজাভের অর্থ চুরি বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদেরও পদত্যাগ চেয়েছে দলটি। মঙ্গলবার দুপুরে বিএনপির জাতীয় সম্মেলনের ভেন্যু রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন আতিউর রহমান। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়িত্ব পালনের ব্যর্থতার দায় নিয়ে সরে যান তিনি। এর কয়েক ঘণ্টা পরে আতিউরের পদত্যাগ নিয়ে মন্তব্য করেন বিএনপি নেতা হান্নান শাহ। তিনি বলেন, শুধু গভর্নরকে দায়ী করা যাবে না। উনার সঙ্গে যে ডেপুটি গভর্নর, জেনারেল ম্যানেজার আছেন; তাদের যদি সত্যিকার অর্থে দেশপ্রেম থাকত এমন ঘটনা ঘটত না। তারা কারা, এদের চিহ্নিত করুন। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, তাদের একটি তালিকা দেখেছি। সেই তালিকা গণমাধ্যমের বন্ধুরা চেক করবেন। বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজস না হলে এই ঘটনা ঘটত না। বড় কথা এত বড় ঘটনায় সরকার দায়িত্ব এড়াতে পারে না। হান্নান শাহ সরকারের পদত্যাগ চেয়ে বলেন, রিজার্ভের অর্থ চুরির ঘটনার জন্য গভর্নর একা দায় নেবেন কেন? তার ওপরে মন্ত্রী আছেন, সরকার আছে। এটা যদি একটি বিচ্ছিন্ন ঘটনা হত, তাহলে গভর্নরকে দায়ী করতাম। এই যে দেশের সম্পদ অন্যরা অথবা সরকারের পৃষ্ঠপোষকরা নিয়ে যাচ্ছেন, এ জন্য সরকারের পদত্যাগ করা উচিত। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ঘটনা জানার পরও বিষয়টি গোপন রাখে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তবে গত ২৯ ফেব্রুয়ারি ফিলিপাইনের দৈনিক  দি ফিলিপিন্স ডেইলি ইনকোয়ারারের এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির খবর জানায়। বাংলাদেশি সংবাদমাধ্যমেও এ খবর এলে তোলপাড় শুরু হয়। পরে গত ৭ মার্চ বাংলাদেশ ব্যাংক টাকা চুরির ঘটনা স্বীকার করে। তবে বাংলাদেশ ব্যাংক দাবি করে, দেশের বাইরে থেকে হ্যাকাররা অর্থ চুরি করেছে। কিন্তু,সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, যেভাবে টাকা চুরি হয়েছে তাতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও সম্পৃক্ততা রয়েছে।  

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates