তা ছাড়া ব্যাক্টেরিয়াল ও ফাংগাল সংক্রমণ ঠেকাতেও তুলনা নেই পাতিলেবুর। শরীরের অভ্যন্তরে যে সমস্ত পরজীবী রয়েছে, তাদের সঙ্গে লড়তে পারে পাতিলেবু। একই সঙ্গে উচ্চরক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে, স্নায়ুর রোগে যারা ভুগছেন, নিয়মিত পাতিলেবুর রস খেলে তারাও উপকৃত হবেন।
একটি নামী ওষুধ প্রস্তুতকারী কোম্পানির দাবি, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ২০টি ল্যাবোরেটরি এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। সব মিলিয়ে দেখা গেছে, পাতিলেবু ১২ ধরনের ক্যানসার কোষকে বিনষ্ট করতে পারে। শুধু তাই নয়, অ্যাডরিয়ামাইসিন, কেমোথেরাপির মতো ওষুধের থেকে হাজার গুণ শক্তিশালী।
গবেষকদের আরও দাবি, শুধু বেছে বেছে ক্যানসার কোষগুলোকেই বিনষ্ট করে লেবুর রস ও বেকিং সোডার মিশ্রণ। এই মিশ্রণে সুস্থ কোষ ও টিস্যুর কোনও ক্ষতি হয় না। গবেষকদের পরামর্শ, ক্যানসার চিকিত্সায়, লেবুর রসে এক চামচ বেকিং সোডা মেশাতে হবে। তারা আরও বলছেন, রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার দিয়ে চাষ হলে, সেই লেবুতে ১০০ গুণ ভালো ফল দেবে।
সূত্র: ওয়ার্ল্ডট্রুথ.টিভি
No comments:
Post a Comment