Social Icons

Tuesday, May 10, 2016

নেতৃত্বে জল্লাদ রাজু

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে জল্লাদ তানভীর হাসান রাজুর নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। তাকে সহায়তা করবেন আরো ৬ জল্লাদ।

কারাগারের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় জল্লাদ রাজুকে। এরপর নিজেই পরখ করে নেন ফাঁসির মঞ্চটা। কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সহকর্মী অপর জল্লাদদের নিয়ে দুই দফায় দেন ফাঁসির মহড়া।

এরআগেও যুদ্ধাপরাধী কাদের মোল্লা, কামারুজ্জামান, মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় কার্যকরে জল্লাদ প্যানেলে ছিলেন রাজু। তবে এবারই প্রথম প্রধান জল্লাদের দায়িত্ব পালন করবেন।

কারা সূত্র জানায়, কারা কর্তৃপক্ষের তালিকায় দীর্ঘদিনের পুরনো ও বিশ্বস্ত জল্লাদ শাহজাহান ও জনি। এরপরই ছিল রাজুর নাম। এখন শাহজাহান জল্লাদের বয়স হয়েছে। অভিজ্ঞতা থাকলেও ক্ষিপ্রতাটা কমে এসেছে তার। জনি জল্লাদ কয়েকদিন ধরে অসুস্থ। তাকে ভর্তি করা হয়েছে কারা হাসপাতালে। এজন্যই এবার তালিকায় তাদের নাম ছিল না। সেই জায়গায় এসেছে অভিজ্ঞ রাজু।

কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী যাবজ্জীবন দণ্ড পাওয়া কয়েদিদের মধ্য থেকে জল্লাদ নির্বাচন করা হয়। সেক্ষেত্রে তাদের অপরাধের ধরণ, আচরণসহ অন্যান্য বিষয় যাচাই করা হয়। তাদের মধ্যে এবারের দলনেতা রাজু গত ১৫ বছর ধরে কারাগারে রয়েছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates