ঘরের মাটিতে রিও অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করছেন ব্রাজিলের সেনসেশন নেইমার। দেশেকে প্রতিনিধিত্ব করা ছাড়াও আরেকটি বিষয়েও বেশ রোমাঞ্চিত নেইমার।
এই স্বপ্নের মঞ্চে স্প্রিন্টের রাজা উসাইন বোল্টের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকায় দেশের হয়ে খেলেননি নেইমার। দলের সেরা খেলোয়াড় ছাড়া ব্রাজিলও বেশি দূর এগোতে পারেনি, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ফেভারিটদের।
ক্যারিয়ারে এবার দ্বিতীয় অলিম্পিকে খেলবেন নেইমার। ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও খেলেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। সেবার ফাইনালে মেক্সিকোর কাছে হেরে যায় ব্রাজিল।
বিশ্বকাপে রেকর্ড পাঁচবার ও কোপা আমেরিকায় আটবার চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে কখনোই সোনা জিততে পারেনি ব্রাজিল।
নেইমার বলেন, ‘মনে মনে আমি আমার দেশে অলিম্পিকে খেলার ছবি এঁকেছি, আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ব্রাজিলে আমি কনফেডারেশন্স কাপ ও বিশ্বকাপ খেলেছি, আর অলিম্পিক গেমস এটাকে পরিপূর্ণ করবে।
একই সঙ্গে উসাইন বোল্টকে দেখতেও মুখিয়ে আছেন তিনি। তিনি বলেন, ‘উসাইন বোল্টের দৌড় দেখার জন্যে সত্যিই আমার তর সইছে না। আমি তার এক বড় ভক্ত।’
অলিম্পিক ভিলেজে অন্য সব অ্যাথলেটদের সঙ্গে থাকতে পারাটাই বড় এক পাওয়া বলে আগেই জানিয়েছিলেন তিনি।


No comments:
Post a Comment