২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে নেইমারকে কিনেছিল বার্সেলোনা। কেনার সময় বার্সেলোনা কর ফাঁকি দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা মিটিয়ে ফেলতে হিসেব করতে ভুলহয়েছিল উল্লেখ করে ৫৫ লাখ ইউরো জরিমানা দিতে চেয়েছে বার্সা।
শুরুতে বার্সেলোনা জানিয়েছিল, সান্তোস থেকে নেইমারকে কিনতে পাঁচ কোটি ৭০ লাখ ইউরোদিয়েছিল তারা। তার মধ্যে চার কোটি ইউরো পেয়েছিল খেলোয়াড়টির পিতা-মাতা আর সান্তোস পায়এক কোটি ৭০ লাখ ইউরো।
কিন্তু তদন্তকারীরা জানায়, নেইমারের মোট ট্রান্সফার ফি ছিল আট কোটি ৩০ লাখ ইউরোরকাছাকাছি, বার্সেলোনা চুক্তির কিছু অংশ লুকিয়েছিল।
কিছু দিন আগে নেইমারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ তোলে স্পেনের সরকারিআইনজীবীরা। স্পেনের সর্বোচ্চ ফৌজদারি আদালতের আইনজীবীদের অভিযোগ, সান্তোস থেকেবার্সেলোনায় নেইমারের যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি লুকিয়েছিলেন খেলোয়াড় নিজে ও তার বাবা।
এ ব্যাপারে বার্সা অবশ্য শুরু থেকে নিজেদের নির্দোষ দাবি করে আসছে। নেইমার চুক্তিবদ্ধ হওয়ারসময় খরচের বিস্তারিত না জানানোর কারণ হিসেবে চুক্তির ‘গোপনীয়তার’ শর্তের কথাও জানায়ক্লাবটির কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সোমবার বার্সেলোনা এক বিৃবতিতে জানায়, নেইমারকে কেনার সময় তারা ইচ্ছা করে করফাঁকি দেয়নি। ২০১১ ও ২০১৩ অর্থ বছরের ‘কর পরিকল্পনায় ভুলের কারণে’ এমনটা হয়েছে বলেদাবি ক্লাব কর্তৃপক্ষের।


No comments:
Post a Comment