এক সন্তান নীতি থেকে সরে এসেছে চীন। তার উপর রয়েছে অন্যান্য নানা পারিপার্শ্বিক কারণ। ফলে শুক্রাণুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। আর সেই চাহিদা মেটাতে গিয়ে চীনের স্পার্ম ব্যাঙ্কগুলোর ভান্ডার শূণ্য। পরিস্থিতি সামলাতে দেশের যুবসমাজের কাছে চীন সরকারের আবেদন, “দেশের স্বার্থে, বীর্যদান করুন।” ২০ থেকে ৪৫ বছর বয়সীদের কাছে এই আবেদন করা হয়েছে।
একটি সমীক্ষা বলছে, একে তো চাহিদা বেশি, তার উপর বিভিন্ন কারণে ইতিমধ্যেই রেজিস্ট্রিকৃত ডোনারদের বীর্য ব্যবহার করা যাচ্ছে না। ফলে পরিস্থিতি করুণ হয়ে উঠেছে।
খবরে প্রকাশ, কোথাও কোথাও সোশাল সাইটগুলোতে বীর্যদানের বদলে আইফোন বা টাকার অফারও দেওয়া হচ্ছে ডোনারদের।
সমীক্ষা বলছে, চীনে বীর্যদানে ইচ্ছুক এমন ব্যক্তির সংখ্যা খুব একটা বেশি নয়। তার উপর চীনে জনসংখ্যার বেশিরভাগটাই বয়স্কদের ভারে ভারাক্রান্ত। তাই সরকারের পক্ষে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে বীর্যদানের আবেদন করা হয়েছে ডোনারদের কাছে।
সাংহাইয়ের একটি হাসপাতাল আবার ডোনারদের জন্য কিছু শর্তও চাপিয়েছে। এক্ষেত্রে স্পার্ম ডোনারদের ৫.৪ ফিট লম্বা হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৪০-এর ঘরে। কোনও জিনগত রোগ মুক্তও হতে হবে ডোনারকে।


No comments:
Post a Comment