দেশজুড়ে চলা জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ইল মোটিভ (খারাপ উদ্দেশ্য) ও পলিটিক্যাল (রাজনৈতিক) নিপীড়নের উদ্দেশ্যে কাউকে আটক করিনি। আগে প্রতিদিন কমবেশি দুই হাজারের মতো আটক করা হতো। এখনো তাই হচ্ছে।’
বুধবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি থানায় ২০ জন করে আটক করা হলেও আটকের সংখ্যা ১২ হাজার ৬০০ জন হয়। যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের অনেকেই পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া জঙ্গি তো আছেই।’
সাঁড়াশি অভিযানের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা জানিয়েছি, এটা বিশেষ কিছু নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এটা আমরা করছি না। সন্দেহভাজন জঙ্গি ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেই এ অভিযান চলছে।’


No comments:
Post a Comment