Social Icons

Saturday, June 18, 2016

রিও ডি জেনিরো শহরে 'অর্থনৈতিক জরুরি অবস্থা'

বিশ্বের সবচে বড় ক্রীড়া আসর অলিম্পিক শুরু হওয়ার ৫০ দিনেরও কম সময়ের আগে 'অর্থনৈতিক জরুরি অবস্থা' ঘোষণা করেছে ব্রাজিলের রিও ডি জেনিইরো রাজ্য। বিবিসি বলছে, রাজ্যটির অন্তর্বর্তীকালীন গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস বলেন, 'গুরুতর অর্থনৈতিক সংকট'র কারণে এই ক্রীড়া আসরকে যথাযথ সম্মান জানানোর যে অঙ্গীকার রাজ্যটি করেছিল তা থেকে বিরত থাকতে হতে পারে।
 
এবারের অলিম্পিক আসরে গণসেবা খাতের অধিকাংশ তহবিলের যোগান দেওয়ার কথা রিও'র নগর সরকারের। আর পরিবহন ও পুলিশিসেবা দেওয়ার কথা রাজ্য সরকারের। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মিশেল তেমের উল্লেখযোগ্য আর্থিক সহায়তার অঙ্গীকার করেছিলেন।
 
রিও ডি জেনিরোর গভর্নর এই সংকটের জন্য কর ঘাটতিকে দায়ী করেছেন, বিশেষ করে দায় চাপিয়েছেন তেলশিল্পের উপর।
 
ব্রাজিল বর্তমানে এক ধরনের কঠোর কৃচ্ছতার মধ্যদিয়েই যাচ্ছে। গর্ভনরের এই অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারের জরুরি তহবিল অবমুক্ত করার ক্ষেত্রে গতির সঞ্চার হতে পারে।
 
রিও রাজ্য সরকারের কর্মচারী এবং অবসরভোগীদের অপরিশোধিত মজুরি বকেয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল এবং পুলিশ স্টেশনগুলোতে মারাত্মক প্রভাব ফেলেছে।
 
একটি ডিক্রিতে গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস বলেন, এই রাজ্য 'গণ দুর্দশার' মধ্যদিয়ে যাচ্ছে, যার কারণে নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষার মতো গণসেবা কার্যক্রম ভেঙে পড়তে পারে।
 
তবে অলিম্পিক আসরকে সামনে রেখে 'ব্যতিক্রমী ব্যবস্থা' গ্রহণ করা হবে যা 'প্রয়োজনীয় সব গণসেবা খাতে' প্রভাব ফেলবে বলে তিনি জানালেও, বিস্তারিত কিছু উল্লেখ করেননি। রাজ্যটি চলতি বছর ৫৫০ কোটি মার্কিন ডলার বাজেট ঘাটতি দেখিয়েছে।
 
চলতি বছরের অগাস্ট থেকে ব্রাজিলের রিও দে জেনেইরো শহরে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক। এই আসরকে কেন্দ্র করে সেখানে ৫ লাখ বিদেশি পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates